কিশোরগঞ্জের ভৈরবে যৌথ বাহিনীর অভিযানে দুই সহোদরসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি একটি স্টিলের ডেগার ও একটি বল্লমের ডগা উদ্ধার করা হয়।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সহায়তায় ভৈরব পুর গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে অহিদ মিয়ার ছেলে মোহাম্মদ আলী ওরফে মুক্তাদির (২৮) এবং তার ভাই মোছাব্বির মিয়া (২০)সহ মোট আটজনকে আটক করা হয়।
গ্রেপ্তার অন্যরা হলেন— শামীম মিয়া (৫৫), উজ্জ্বল মিয়া (২১), মোহাম্মদ আলী ওরফে আহম্মেদ আলী (২৫), রাজু (১৮) ও রোজেন (২৫)। পুলিশ জানায়, আটক রোজেনের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে।
ভৈরব থানার এসআই এমদাদ কবির জানান, অভিযানের সময় সন্দেহভাজনদের আস্তানা থেকে উদ্ধার করা অস্ত্র জব্দ করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে।
গ্রেপ্তারদের শনিবার বিকেলে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
