ঢাকা, ১ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভৈরবে হামলায় কলেজছাত্র নিহত, মামলা দায়ের

অপরাধ | এম এ হালিম| ভৈরব প্রতিনিধি|কিশোরগঞ্জ

(৩ ঘন্টা আগে) ৩১ জানুয়ারি ২০২৬, শনিবার, ৮:৫৭ অপরাহ্ন

banglahour

কিশোরগঞ্জের ভৈরবে দুর্বৃত্তদের হামলায় আবু সুফিয়ান ওরফে শাহ আলম (২১) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। ঘটনার একদিন পর শনিবার সন্ধ্যায় নিহতের বাবা আবু তাহের বাদী হয়ে ভৈরব রেলওয়ে থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।

নিহত আবু সুফিয়ান কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকরিয়াল ইউনিয়নের ভাদেকুরিয়াল গ্রামের বাসিন্দা। তিনি পেশায় অটোচালক আবু তাহেরের একমাত্র ছেলে এবং ঢাকার পল্লবী সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ২টার দিকে ভৈরব রেলস্টেশন সংলগ্ন নিউটাউন মোড় এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রথমে পরিচয় জানা না গেলেও পরদিন পিবিআই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে তার পরিচয় নিশ্চিত করে। পরে পরিবারকে খবর দিলে তারা এসে মরদেহ শনাক্ত করেন।

মামলার এজাহার ও পরিবার সূত্রে জানা গেছে, ফুফার মৃত্যুবার্ষিকীতে যোগ দিতে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার কমলাপুর স্টেশন থেকে এগারসিন্ধু ট্রেনে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন আবু সুফিয়ান। পথে তিনি পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। তবে রাত ১২টার পরও বাড়িতে না পৌঁছানোয় পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে এবং তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহমেদ বলেন, ট্রেনটি ভৈরব স্টেশনে পৌঁছানোর পর ইঞ্জিন পরিবর্তনের জন্য কিছু সময় বিরতি দেয়। ধারণা করা হচ্ছে, ওই সময় ট্রেন থেকে নামার পর তিনি ছিনতাইকারী বা দুর্বৃত্তদের কবলে পড়েন। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ছুরিকাঘাতে হত্যার আলামত পাওয়া গেছে। ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

নিহতের মা সেলিনা বেগম বলেন, তার ছেলে মেধাবী শিক্ষার্থী ছিল এবং পরিবারের একমাত্র ভরসা। তিনি হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই দাবি জানিয়েছেন নিহতের বাবা আবু তাহেরও।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯