
ঢাকা: স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে উন্নয়ন সহযোগীদের সহজ শর্তে অর্থায়ন বরাদ্দ অব্যাহত রাখার আহবান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১৪মার্চ) বাংলাদেশ ও এশিয় উন্নয়ন ব্যাংক- এডিবির অংশীদারীত্বের ৫০ বছর পূর্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, সুশৃঙ্খল পরিকল্পনার মাধ্যমে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
১৯৭৩ সালে বাংলাদেশ এডিবির সদস্যপদ লাভ করার পর, দেশের অর্থনৈতির প্রধান সবগুলো খাতে সহায়তা দিয়ে আসছে এডিবি। বর্তমানে দেশের ৫৩ টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশকে সহায়তা করছে এডিবি। করোনাসহ জলবায়ু পরিবর্তন জনিত বিভিন্ন দূর্যোগ মোকাবেলায় এডিবির সহায়তার প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধে দায়ী না হয়েও বিশ্বের অনেক দেশ বৈশ্বিক সংকটে ক্ষতিগ্রস্থ হচ্ছে। এসময় অনেক উন্নয়ন অংশীদার ঋনের সুদের হার বাড়িয়ে দিয়েছে। এটা উচিৎ নয় বলে মন্তব্য করেন তিনি।
২০৩৬ সালে বাংলাদেশ ২৪ তম অর্থনীতির দেশ হিসাবে পরিনত হবে বলে আশা প্রকাশ করেন সরকার প্রধান। বলেন, পদ্মা সেতু ছিলো বাংলাদেশের জন্য যোগ্যতা, আত্মবিশ্বাসের প্রতীক।