ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

অনুষ্ঠিত হলো ই-ক্যাব ইয়ূথ ফোরাম মিটআপ-২০২২

অর্থনীতি | নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ২৩ নভেম্বর ২০২২, বুধবার, ১০:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:৪৫ পূর্বাহ্ন

banglahour

আড্ডায় ই-ক্যাব ইয়ূথ ফোরামের তরুন ব্যবসায়ী ও উদ্যোক্তাগন।

ঢাকা: প্রায় দুই বছর পরে প্রান ফিরে পেলো ই-ক্যাব ইয়ূথ ফোরাম। নবগঠিত কমিটির সার্বিক তত্বাবধায়নে মঙ্গলবার (২২ নভেম্বর) ধানমন্ডির আড্ডা মাল্টি কিউসিন রেষ্টুরেন্টে  ই-কমার্স খাতে তরুন ব্যবসায়ীদের সবরকমের সাহায্য প্রদান করার লক্ষে এবং নেটওার্কিং বৃদ্ধির সংকল্প নিয়ে এই মিটআপ অনুষ্ঠিত হয়।

ই-ক্যাব ইয়ূথ ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ রাকিব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ই-কমার্স খাতের ৬০ জনের বেশি তরুণ উদ্যোক্তা। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে তরুণ উদ্যোক্তাদের দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন ই-ক্যাব ইয়ূথ ফোরামের প্রতিষ্ঠাতা এক্স প্রেসিডেন্ট ও ই-ক্যাবের ফাইনান্স সেক্রেটারি আসিফ আহনাফ, ই-ক্যাবের ইয়ূথ ফোরামের ডিরেক্টর ইনচার্জ ও ই-ক্যাবের পরিচালক অর্ণব মুস্তফা। 
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ই-ক্যাবের পরিচালক সাইদুর রহমান, স্টেডফাস্ট কুরিয়ারের ব্যবস্থাপনা পরিচালক রিদওয়ানুল বারী জিওন ও ই-ক্যাবের মেম্বার আফেয়ার্স স্টান্ডিং কমিটির চেয়ারম্যান আব্দুল রহমান মামুন।

উপস্থিত ছিলেন ই-ক্যাব ইয়ূথ ফোরামের নব গঠিত কমিটির ভাইস চেয়ারম্যান হুমায়ূন কবির রাজিব, মেম্বার সেক্রেটারি মাসুদুজ্জামান রাসেল, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেক্রেটারি রেইন আনাম, ইনস্টিটিউট সেক্রেটারি সিহাব আহম্মেদ স্বাধীন, উইমেন এমপাওয়ারমেন্ট সেক্রেটারি রিনা আক্তার, পিআর এন্ড মিডিয়া উইং মেম্বার রোজিনা রোজী, কন্টেন্ট এন্ড ক্রিয়েটিভ উইং মেম্বার আবু মুসা, ব্র্যান্ডিং এন্ড কন্টেন্ট উইং সাইমুম সালেহীন, কোর টিম মেম্বার মামুন হোসেনসহ আরো অনেকে।

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com