ঢাকা, ৭ অক্টোবর ২০২৪, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

ভারতের ছয় বাংলাদেশিকে গ্রেপ্তার

প্রবাস | অনলাইন ডেস্ক

(১ সপ্তাহ আগে) ২৫ সেপ্টেম্বর ২০২৪, বুধবার, ৭:৩৯ অপরাহ্ন

banglahour

ভারতের একটি বাস স্ট্যান্ড থেকে ছয় বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তামিলনাড়ু থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর একছ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, তামিলনাড়ু রাজ্যের তিরুপ্পুর জেলার একটি বাস স্ট্যান্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

দ্য হিন্দু জানিয়েছে, দক্ষিণ তিরুপ্পুরের বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে স্থানীয় পুলিশ ও র‍্যাপিড অ্যাকশন ফোর্স যৌথ অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে। পরে কাগজপত্র যাচাই শেষে সেখানে ছয় বাংলাদেশিকে শনাক্ত করা হয়।

গ্রেপ্তার ছয় বাংলাদেশি হলেন, শোভন শেখ (৩৮), মোহাম্মদ আসলাম (৪১), তানভীর (৩৯), রাশিব (৪৩), মোহাম্মদ আল-ইসলাম (৩৭) এবং মোহাম্মদ রুহুল আমিন (৩০)। তারা সবাই নারায়ণগঞ্জের বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার বাংলাদেশিদের চাকরির প্রলোভন দেখিয়ে ভারতের তামিলনাড়ু রাজ্যে মুধালিপালায়ামে নেওয়া হয়েছিল। তবে সেখানে তারা প্রতারণার শিকার হন। সেখানে চাকরি না পেয়ে তারা অন্যত্র চাকরির জন্য

প্রবাস থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com