বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তাজউদ্দীন আহমদের বড় মেয়ে শারমিন আহমদ আওয়ামী লীগের নেতৃত্বের বিচার দাবি করেছেন। বৃহস্পতিবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, মাফিয়াতন্ত্রের সঙ্গে জড়িতদের দল থেকে বহিষ্কার করে সৎ ও নির্ভরযোগ্য ব্যক্তিদের হাতে নেতৃত্ব তুলে দিলে আগামী এক-দুই যুগের মধ্যে আওয়ামী লীগ রাজনীতির মাঠে পুনরায় ফিরতে পারে। তবে তিনি বর্তমান পরিস্থিতিতে এ সম্ভাবনা দেখছেন না।
শারমিন আহমদ তার মা জোহরা তাজউদ্দীনের আওয়ামী লীগ রক্ষায় ভূমিকার প্রতি ইঙ্গিত করে বলেন, "আমার মা ১৯৭৫ সালের ১৫ আগস্টের ঘটনার পর দলের হাল ধরেছিলেন। কিন্তু পরে দলটি হাইজ্যাক হয়ে একটি পরিবারের হাতে বন্দি হয়ে যায়। এবার পরিস্থিতি ভিন্ন, কারণ গণঅভ্যুত্থানের সময় আওয়ামী লীগের হাতে বহু তরুণের মৃত্যু হয়েছে।"
তিনি আরও বলেন, "আওয়ামী লীগে ভালো লোকদের একত্র করে, জনতার পাশে দাঁড়িয়ে মাফিয়া লীগের নেতৃত্ব থেকে যারা সুবিধাভোগী ছিল তাদের বহিষ্কারের দাবি জানানো উচিত। শেখ হাসিনা ও তার পরিবারের কারোরই আর দেশের রাজনীতিতে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই।"
জাতির পিতা প্রসঙ্গে শারমিন আহমদ বলেন, "জাতির পিতা বলতে হলে মুক্তিযুদ্ধে কার কী ভূমিকা ছিল তা বিবেচনা করতে হবে। এটি জনগণই নির্ধারণ করবে। যদি জনগণ মনে করে, মুক্তিযুদ্ধে শেখ মুজিবের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, তবে তারাই তাকে স্বীকৃতি দেবে। আর যদি তা মনে না করে, তবে সেটিও জনগণের ওপর নির্ভর করবে।"