ঢাকা, ১৯ জানুয়ারি ২০২৫, রবিবার, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

বাংলাদেশে সড়ক, রেল ও নৌপথে দুর্ঘটনায় নিহত ৫৭৫

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ মাস আগে) ২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ৩:২৯ অপরাহ্ন

banglahour

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে জানান, গত অক্টোবরে দেশে ৪৫২টি সড়ক দুর্ঘটনায় ৪৭৫ জন নিহত ও ৮১৫ জন আহত হয়েছেন। পাশাপাশি, রেলপথে ৬৩টি দুর্ঘটনায় ৭৬ জন নিহত ও ২৪ জন আহত হয়েছেন। নৌপথে ১৯টি দুর্ঘটনায় ২৪ জন নিহত, ৩৬ জন আহত এবং ৯ জন নিখোঁজ রয়েছেন।

এভাবে, সড়ক, রেল ও নৌপথে মোট ৫৩৪টি দুর্ঘটনায় ৫৭৫ জন নিহত এবং ৮৭৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনার ৩০.৫৩ শতাংশই মোটরসাইকেল দুর্ঘটনা, যার ফলে ১৬৩ জন নিহত এবং ২৩৯ জন আহত হয়েছেন।

প্রতিবেদন অনুসারে, সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ১৭ জন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, ১৪৯ চালক, ১৩৭ পথচারী, ৫১ পরিবহন শ্রমিক, ৭৩ শিক্ষার্থী, ১৮ শিক্ষক, ৭৬ নারী, ৬২ শিশু, ৫ চিকিৎসক, ৯ সাংবাদিক এবং ১৩ জন রাজনৈতিক নেতাকর্মী রয়েছেন।

এছাড়া, সড়ক দুর্ঘটনায় ব্যবহৃত যানবাহনের মধ্যে ২৪.৪১ শতাংশ মোটরসাইকেল, ২২.৫০ শতাংশ ট্রাক ও লরি, ১৮.৫৪ শতাংশ বাস, ১৭.৯১ শতাংশ ইজিবাইক, ৬.৬৫ শতাংশ নছিমন ও ট্রাক্টর ইত্যাদি ছিল। দুর্ঘটনার ৪৯.৪৮ শতাংশ গাড়ি চাপা দেওয়ার ঘটনা, ২৫.২৫ শতাংশ মুখোমুখি সংঘর্ষ এবং ১৪.৭৭ শতাংশ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে।

এ দুর্ঘটনাগুলোর প্রতিরোধে জরুরি পদক্ষেপের সুপারিশ করেছে সংগঠনটি। এতে মোটরসাইকেল ও ইজিবাইক আমদানি বন্ধ, মহাসড়কে আলোকসজ্জা ব্যবস্থা, দক্ষ চালক তৈরির উদ্যোগ এবং সড়ক পরিবহণ আইন কার্যকর করার পরামর্শ দেওয়া হয়েছে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com