ঢাকা, ১৫ মার্চ ২০২৫, শনিবার, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

ইউরোপ কি উগ্র ডানপন্থীদের মূলধারায় পুনর্বাসন করছে

মতামত | অনলাইন ডেস্ক

(৩ সপ্তাহ আগে) ১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ৮:১৮ অপরাহ্ন

banglahour

২৩ ফেব্রুয়ারি জার্মানিতে ফেডারেল নির্বাচন। এর মাত্র কয়েক সপ্তাহ আগেই দেশটিকে একটি রাজনৈতিক ভূমিকম্পের মুখোমুখি হতে হয়েছে। সেখানে এই প্রথমবারের মতো প্রধান বিরোধী দল মধ্যডানপন্থী ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নকে (সিডিইউ) পার্লামেন্টে একটি প্রস্তাব পাস করতে চরম ডানপন্থী অলটারনেটিভ ফর জার্মানির (এএফডি) সমর্থন নিতে হয়েছে।

সিডিইউ নেতা ফ্রিডরিখ মের্জ এএফডির সমর্থন নেওয়ার পক্ষে সাফাই গেয়েছেন। তিনি বলেছেন, অভিবাসন সমস্যা নিয়ে অন্য দলগুলো কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় সিডিইউ এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। যদিও এ প্রস্তাবের ফলে কোনো সরাসরি পরিবর্তন হয়নি, তবে এটি জার্মানির রাজনীতিতে বড় একটি পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

এত দিন পর্যন্ত দেশটির গণতান্ত্রিক দলগুলো চরম ডানপন্থীদের সঙ্গে কোনো ধরনের সহযোগিতা করতে রাজি ছিল না। কিন্তু এ ঘটনার পর সেই নৈতিক বাধা ভেঙে গেছে। ফলে জার্মানি আর দাবি করতে পারবে না যে তারা এখনো চরম ডানপন্থার ‘স্বাভাবিকীকরণ’ থেকে মুক্ত রয়েছে। 

প্রশ্ন হলো ‘স্বাভাবিকীকরণ’ আসলে কী এবং কেন এটি নিয়ে উদ্বেগ থাকা উচিত? প্রথমত, এটি ‘মূলধারায় নিয়ে আসা’ বা ‘মেইনস্ট্রিমিং’-এর মতো কিছু নয়। এখন স্বাভাবিকীকরণ বলতে বোঝায় কোনো বিদ্যমান নিয়ম ভাঙার বিষয়টিকে যৌক্তিক হিসেবে তুলে ধরা। গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ চরম ডানপন্থী দলগুলোর সঙ্গে আঁতাত করাকে এখন ‘স্বাভাবিকীকরণ’ বলে ধরে নেওয়া হচ্ছে।

অন্যদিকে এখন ‘মূলধারা’ বলতে সেই জিনিসকে বোঝায়, যা সবচেয়ে সাধারণ বা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। এটি নির্দিষ্ট কোনো আদর্শের ওপর নির্ভর করে না, বরং সময়ের সঙ্গে কী বেশি প্রচলিত হয়ে উঠেছে, সেটির ওপর নির্ভর করে।

সেদিক থেকে ধরলে চরম ডানপন্থী কোনো দলের সঙ্গে জোট গঠন করা বা তাদের সমর্থনে আইন পাস করানোকে স্বাভাবিকীকরণের একটি উদাহরণ বলা যেতে পারে। অন্যদিকে চরম ডানপন্থীদের বক্তব্য বা মতাদর্শ অনুসরণ করা মূলধারায় নিয়ে আসার (মেইনস্ট্রিমিং) একটি উদাহরণ।

কোনো বিষয়কে মূলধারায় নিয়ে আসা মানে সেটিকে জনগণের সামনে গুরুত্ব দিয়ে তুলে ধরা এবং তা চরম ডানপন্থীদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী উপস্থাপন করা। এ জন্য সমাজবিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছেন, যদি কোনো নির্বাচনী প্রচারে চরম ডানপন্থীদের তোলা ইস্যুগুলোই প্রধান হয়ে ওঠে, তাহলে তারা নির্বাচনে ভালো ফল করে থাকে। 

গণতন্ত্রপন্থী রাজনীতিকেরা সাধারণত নিজেদের স্বার্থপর বা সুবিধাবাদী হিসেবে দেখাতে চান না। সে কারণে তাঁরা চরম ডানপন্থীদের স্বাভাবিক করে তোলার (নরমালাইজেশন) ব্যাপারে নানা যুক্তি দেখান। ঘুরিয়ে–ফিরিয়ে তাঁরা বলার চেষ্টা করেন, নিয়ম ভাঙা হয়নি; বরং সব ঠিক আছে। যেমন মের্জ দাবি করেছেন, তাঁর আসল লক্ষ্য হলো এএফডির জনপ্রিয়তা কমানো। কিন্তু এটি খুবই খোঁড়া যুক্তি।

আরেকটি বিকল্প হলো নীতি বা আদর্শকে অবৈধ ঘোষণা করা। আগে ইতালিয়ান সোশ্যাল মুভমেন্ট (এমএসআই) ও কমিউনিস্ট পার্টি—এই দুটি রাজনৈতিক দল ছিল, যারা ইতালির যুদ্ধোত্তর গণতান্ত্রিক সংবিধানকে মেনে নেয়নি। তাই দল দুটিকে দীর্ঘদিন মূলধারার রাজনৈতিক দল বলে গণ্য করা হতো না। ফ্যাসিবাদ ও মুসোলিনির প্রতি শ্রদ্ধা জানানো এমএসআইয়ের মূল মতবাদ ছিল। তাই তাদের অনেক সময় মূলধারার রাজনীতির বাইরে রাখা হতো।

কিন্তু সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনি এ ধারণা চ্যালেঞ্জ করে বসেন। তিনি দাবি করেন,ফ্যাসিবাদবিরোধী ঐক্য এখন আর প্রাসঙ্গিক বা প্রয়োজনীয় নয়; এটি মূলত ডানপন্থীদের দমিয়ে রাখতে বামপন্থীদের একটি কৌশলমাত্র। 

আসলে যখন কোনো দল বা রাজনৈতিক গোষ্ঠী মূলধারার সমাজে স্বাভাবিকভাবে গ্রহণযোগ্য হয়ে ওঠে (যেমন যখন নেতারা বা রাজনৈতিক ব্যক্তিত্ব একটি দলের সঙ্গে সম্পর্ক তৈরি করে বা তাদের সমর্থন দেন), তখন সাধারণ জনগণের মধ্যে সেই দলের প্রতি গ্রহণযোগ্যতা বাড়ে। তবে এই প্রক্রিয়া বোঝার ক্ষেত্রে জনসাধারণের সচেতনতা এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। যদি কোনো জনপ্রিয় নেতা বা রাজনৈতিক ব্যক্তিত্ব একটি দলকে ‘স্বাভাবিক’ বলে মেনে নেন, তখন তা জনগণের মধ্যে ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষও সেই দলকে স্বাভাবিক হিসেবে দেখতে শুরু করে।

দুশ্চিন্তার বিষয়, জার্মানিসহ ইউরোপের অনেক দেশ এখন এই রোগে আক্রান্ত হতে শুরু করেছে।

● জ্যঁ ভার্নার ম্যুলার প্রিন্সটন ইউনিভার্সিটির রাজনীতি বিভাগের অধ্যাপক4

মতামত থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com