
মনেরি উঠোন জুড়ে
আসন্ন ভ্যালেন্টাইন ডে তথা ভালোবাসা দিবস উপলক্ষে আসছে নতুন গান ‘মনেরি উঠোন জুড়ে’। গানটিতে কণ্ঠ দিয়েছেন অনিরুদ্ধ শুভ। গানের সুর এবং সঙ্গীতায়োজনও করেছেন প্রতিভাবান এই শিল্পী।
গানটি প্রসঙ্গে সংগীত শিল্পী অনিরুদ্ধ শুভ বলেন, বেশ রোমান্টিক ও হৃদয়ছোঁয়া একটা গান। শুন্যতা এবং হাহাকার যেমন আছে এই গানে, তেমনি তুমুল ভালোবাসার আবেগী সময়ও ধরা হয়েছে কথায়। আশা করছি শ্রোতা-দর্শকরা মুগ্ধ হবেন এই গানে।
ভ্যালেন্টাইন ডে’কে সামনে রেখে আগামী ১৩ ফেব্রুয়ারি সোমবার বিকেলে রোমান্টিক ও হৃদয়ছোঁয়া এই গানটি এনওয়াইসি এন্টারটেইনমেন্ট তাদের ইউটিউব চ্যানেলে মুক্তি দেবে।
ভালোবাসার মানুষকে হারানোর হাহাকার আর স্মৃতিমধুরতার বিষয়ে এই গানের কথা লিখেছেন তরুণ গীতিকার আশিক মুস্তাফা।
এনওয়াইসি এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত এই গানের ভিডিওতে অভিনয় করেয়েছে প্রিয়াঙ্কা চৌধুরী ও মুশফিক মিম। নগর ঢাকার বিভিন্ন লোকেশন ঘুরে গানটির ভিডিওচিত্র নির্মাণ করেছেন টি ডে দিপক।
এনওয়াইসি এন্টারটেইনমেন্টের ইউটিউব লিংক : https://www.youtube.com/@nycentertainment7299