
আমরা একটু চেষ্টা করলেই, আমাদের বাচ্চারা শক্ত-পোক্ত হবে
আমাদের দেশের বাবা-মা আল্লাদ করে বলেন, বাচ্চা নাকি মাটিতে নামালে, ঘাসে উপর ছেড়ে দিলে জ্বর আসে। অথচ, ইউরোপিয়ান, আমেরিকান ও এশিয়ার অনেক দেশের বাচ্চারা কোনোরকমে হাটতে শিখলেই বাবা-মা নিয়ে আসে পাহাড়ে। তাও আমাদের দেশের মতোন ছোট ছোট পাহাড় বা টিলা নয় অথবা দার্জিলিং-সিকিম-কাশ্মীরের মতো আরামের ট্যুর না। হাজার হাজার মিটার উচুতে কষ্টের ট্রেকিং।
মজার ব্যাপার হলো, প্রতিটি বাচ্চার কাঁধে ব্যাগ থাকে। নিজের জিনিসপত্র নিজের বইতে হয়। খুব বেশি দরকার হলে তখন বাবা-মা তাদের হেল্প করে। নেপালের যতোগুলো ট্রেকিং রুট আছে সবগুলোতেই নিচের ছবি দুটোর মতো প্রচুর বিদেশী দেখা যায়। যারা তার ছোট্ট কুট্টুলে বাচ্চাটাকেও নিয়ে পাহাড়ে আসে।
আমি একবার এক ইংল্যান্ডের নাগরিককে জিজ্ঞেস করি, বাচ্চাদের কষ্ট হয় না? সে বললো মোটেই না। বরং বড়দের শরীরের চেয়ে অনেক সময় বহুগুনে পরিশ্রম নিতে সক্ষম ছোটদের শরীর। আমিও নেপালে দেখেছি, পাহাড়ে হাটতে হাটতে বাচ্চাদের বাবা-মারা হাপিয়ে উঠলেও বাচ্চারা খুব একটা হাপায় না। হাপিয়ে উঠে বড়রা যখন রেস্ট করে তখন বাচ্চারা ছুটোছুটিতেই ব্যস্ত থাকে।
ওই বিদেশী বলেছিলেন, এটা আসলে অভ্যাস। তুমি বাচ্চাদের যেমন অভ্যাস করাবা, ওরা সেভাবেই বড় হবে। ওদের সারাদিন এসির মধ্যে রাখলে বা একটু বাইরে খেলতে না দিলেতো ওদের ঘাসে নামালে জ্বর আসবেই। খুব সিম্পল।
তাই আমরা একটু চেষ্টা করলেই, আমাদের বাচ্চারাও শক্ত-পোক্ত হবে। তার চেয়ে বড় কথা ওদের কষ্ট শেখান। প্রকৃতির কাছে নিয়ে যান। প্রকৃতি, পশুপাখি ও মানুষকে ভালবাসতে শেখান।
লেখক : সাংবাদিক