খুলনা মহানগর বিএনপির ৯ ও ১০ নং ওয়ার্ডের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে খালিশপুর থানাধীন মুজগুন্নি স্ট্যান্ড সংলগ্ন জানাজার চত্বরে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ক্যাম্প আয়োজন করেন খুলনা মহানগরীর বিএনপি ৯ ও ১০ নং ওয়ার্ড, সহযোগিতা করেন ড্যাব খুলনা।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খালিশপুর থানা বিএনপির সভাপতি মোহাম্মদ আলী বাবুল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, খালিশপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাস, ১০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বুলবুল হোসেন, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী শামিম, এবং ড্যাব খুলনা মহানগরীর সাংগঠনিক সম্পাদক ডা. পলাশ প্রমুখ।
ফ্রি মেডিকেল ক্যাম্পে ১৫০ জন রোগীকে চিকিৎসা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
