ঢাকা, ২৮ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ১৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাঙ্গামাটির কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে অটোক্লেভ মেশিন স্থাপন, হাসপাতাল বর্জে আর পরিবেশ দূষিত হবেনা

স্বাস্থ্য | রাঙ্গামাটি প্রতিনিধি

(৫ দিন আগে) ২২ অক্টোবর ২০২৫, বুধবার, ৭:১৬ অপরাহ্ন

banglahour

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অটোক্লেভ মেশিন স্থাপন করা হয়েছে। এই মেশিনের সাহায্যে হাসপাতালের যাবতীয় বর্জ্য সংক্রমণ মুক্ত হবে। জাপান সরকারের আর্থীক সহযোগিতায় ইআরআরও-সিএইচটি, ইউএনডিপি এবং রাঙ্গামাটি জেলা পরিষদের মাধ্যমে সংক্রমণ বর্জ্য ব্যবস্থাপনার জন্য সরকারি হাসপাতালে এই অটোক্লেভ মেশিন স্থাপন করা হয়েছে বলে জানান, ইআরআরও-সিএইচটি, ইউএনডিপি’র রাঙ্গামাটি প্রতিনিধি জয় খীসা।
তিনি আরো জানান, কাপ্তাই ছাড়াও কাউখালী, নানিয়ারচর, লংগদু এবং বাঘাইছড়ি উপজেলায় অটোক্লেভ মেশিন স্থাপন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ইন্টেগ্রো ফার্মার প্রকৌশলী ফজলুল হক এবং কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহ্লা অং মারমা।
ইআরআরও-সিএইচটি, ইউএনডিপি’র রাঙ্গামাটি প্রতিনিধি জয় খীসা বলেন, উপজেলার সব হাসপাতালে অটোক্লেভ মেশিন বসানো হলেও রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে মাইক্রোওয়েভ মেশিন স্থাপন করা হয়েছে। এই মেশিনের মূল কাজ হলো হাসপাতালের বর্জ্য সংক্রমন মুক্ত করে সাধারণ বর্জ্যে পরিণত করা। হাসপাতালে তিন ধরণের বর্জ্য থাকে উল্লেখ করে তিনি বলেন সাধারণ বর্জ্য, তরল বর্জ্য এবং তেজস্ক্রীয় বর্জ্য। অটোক্লেভ মেশিন এবং মাইক্রোওয়েভ মেশিনের মাধ্যমে পরিবেশের জন্য ক্ষতিকর সব বর্জ্যকে সাধারণ বর্জ্যে পরিণত করা সম্ভব হবে বলে ডাঃ রুইহ্লা অং মারমা বলেন।

স্বাস্থ্য থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম , +৮৮০১৭৭৮০০৪৭০০,contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com