ঢাকা, ২৮ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ১৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ময়মনসিংহে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কর্মশালা অনুষ্ঠিত

স্বাস্থ্য | কাজী মোহাম্মদ মোস্তফা,ময়মনসিংহ প্রতিনিধি

(১ দিন আগে) ২৬ অক্টোবর ২০২৫, রবিবার, ২:৩৩ অপরাহ্ন

banglahour

“এখন পর্যন্ত ময়মনসিংহ বিভাগে টিকা গ্রহনের হার সারা দেশের মধ্যে সর্বোচ্চ যা ৯৫ শতাংশের বেশি।” এ বিভাগে টিকা গ্রহনের হার শীঘ্রই শতভাগ পূর্ণ হবে। টাইফয়েড টিকাদানে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে “জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট টিসিভি ভ্যাকসিন ক্যাম্পেইন ২০২৫” শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে এ তথ্য প্রকাশ করেন প্রকল্প পরিচালক তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড.মোহাম্মদ আলতাফ উল আলম।
টাইফয়েড টিকাদানে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং গণমাধ্যম কর্মী, পেশাজীবীদের সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্যে আজ (রবিবার) সকালে ময়মনসিংহ জেলা পরিষদের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়জেনে “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 
কর্মশালায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তারের সভাপতিত্বে জেলা তথ্য পরিচালক মীর আকরাম উদ্দিন আহাম্মদেরর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আলতাফ হোসাইন, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. প্রদীপ কুমার সাহা, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুজ্জামান, ইউনিসেফের প্রধান মাঠ কর্মকর্তা ওমর ফারুক ও বিশ^ স্বাস্থ্য সংস্থার বিভাগীয় কোঅর্ডিনেটর ডা. নুসরাত আজরীন মহসিনসহ জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, জেলা তথ্য কর্মকর্তা ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও কর্মশালায় প্রিন্ট-ইলেকট্রনিক অনলাইন মিডিয়ার আশি জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম , +৮৮০১৭৭৮০০৪৭০০,contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com