খুলনায় দৌলতপুরে দুইটি বাড়িতে ফিল্মি স্টাইলে সন্ত্রাসীরা ১০/১৫ রাউন্ড গুলিবর্ষন করেছে। আজ ভোরে নগরীর মহেশ্বরপাশা কার্তিককুল ও খুটিরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় সন্ত্রসীরা সিসি ক্যামেরাসহ বাড়ীর জানালার গ্লাস ভাংচুর করে। পরে ট্রিপল নাইনে ফোন করলে ঘনাস্থলে পুলিশ পরিদর্শন করে। এলাকাবাসী ও পুলিশ জানায়, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার সময় ৪টি মটরসাইকেল যোগে ৮জন অস্ত্রধারী কার্তিককুল এলাকার খুলনা কুয়েট কর্মচারী মোঃ মুহসিন লিটুর বাড়ীর সামনে আসে। এ সময় তারা ওই বাড়ীতে বৃষ্টির মত গুলি বর্ষন করে দ্রুত মোটর সাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে সন্ত্রাসীরা মহেশ্বরপাশা পশ্চিমপাড়া খুটিরঘাট এলাকায় মাদক ব্যবসায়ী কানা মেহেদীর বাড়ীতে গুলি বর্ষন করে। গুলির শব্দ শুনে দ্রুত মুসল্লিরা নামাজ শেষে মাসজিদ থেকে বের হয়ে ঘটনাস্থলে ৬ রাউন্ড শট গানের গুলির খোসা পড়ে থাকতে পায়। এ ঘটনা সিসি ফুটেজ দেখে সন্ত্রীসের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
