কিশোরগঞ্জের কটিয়াদীতে একটি বেপরোয়া ট্রাকের ধাক্কায় পথচারী, চালক ও যাত্রীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে কটিয়াদী বাজারের সরকারি ডাকবাংলো এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তায় জ্যাম থাকায় গাড়িগুলো থেমে ছিল। এ সময় হঠাৎ পেছন দিক থেকে দ্রুতগতির একটি ট্রাক এসে সামনে থাকা মাইক্রোবাস ও অটোরিকশাগুলোকে ধাক্কা দেয়। এতে কয়েকজন গুরুতর আহত হন এবং একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
আহতদের মধ্যে নরসিংদীর মনোহরদী উপজেলার চরমান্দালিয়া গ্রামের খোকন মিয়া (৪৯) ও শরিফুল ইসলাম (২৬) কে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।
দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ট্রাকচালক ও তার সহকারীকে আটক করে মারধর করে। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে প্রথমে কটিয়াদী সরকারি হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য বাজিতপুর ভাগলপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
ওসি তরিকুল ইসলাম জানান, “বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় কয়েকজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ট্রাকটি জব্দ করেছে। চালক ও সহকারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”
স্থানীয়রা জানান, দুর্ঘটনার আগে একই ট্রাক মনোহরদী উপজেলার চরমান্দালিয়া এলাকায়ও ধাক্কা দিয়ে কয়েকজনকে আহত করে। ধাওয়া খেয়ে ট্রাকটি দ্রুতগতিতে কটিয়াদীর দিকে পালিয়ে এসে এ দুর্ঘটনা ঘটায়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
