“ভাত নয়, বেড়িবাঁধ চাই” এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের রামপালে নদী ভাঙন প্রতিরোধ ও নিরাপদ পানির নিশ্চয়তার দাবিতে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) রামপাল থানার পাশে বালুর মাঠে বেসরকারি মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে এবং একশনএইড বাংলাদেশ-এর সহযোগিতায় এই গণশুনানির আয়োজন করা হয়।
বছরের পর বছর ধরে ঘষিয়াখালি চ্যানেলের ভাঙনে শতাধিক পরিবার জমি, ঘরবাড়ি ও জীবিকা হারিয়ে ভূমিহীন হয়ে পড়েছে। পাশাপাশি লবণাক্ততা ও দূষণের কারণে এলাকায় নিরাপদ পানির তীব্র সংকট দেখা দিয়েছে।
গণশুনানিতে উপস্থিত ছিলেন বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত মল্লিক,রামপাল উপজেলা নির্বাহী অফিসার তামান্না ফেরদৌসী,
বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মোংলা সার্কেল) রিফাতুল ইসলাম, জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা নায়েবে আমীর শেখ আবদুল ওয়াদুদ, সহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের সদস্যরা।
বক্তারা বলেন, রোমজাইপুরসহ নদী ভাঙ্গন
কবলিত এলাকার মানুষকে বাঁচাতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, নিরাপদ পানির ব্যবস্থা ও ভূমিহীন পরিবারগুলোর পুনর্বাসন এখন সময়ের দাবি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
