ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

একুশে পদকপ্রাপ্ত অভিনেতা মাসুম আজিজ আর নেই

বিনোদন | বিনোদন প্রতিবেদক

(১ বছর আগে) ১৭ অক্টোবর ২০২২, সোমবার, ৭:০৬ অপরাহ্ন

banglahour

একুশে পদকপ্রাপ্ত অভিনেতা ও নাট্যকার মাসুম আজিজ

একুশে পদকপ্রাপ্ত অভিনেতা ও নাট্যকার মাসুম আজিজ আর নেই। ১৭ অক্টোবর সোমবার বেলা পৌনে তিনটায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। 

মাসুম আজিজ বহুদিন ধরে ক্যানসারের পাশাপাশি হার্টের সমস্যায়ও ভুগছিলেন। গত ৮ অক্টোবর অসুস্থ হয়ে পড়লে তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ১৩ অক্টোবর থেকে তাঁকে লাইফ সাপোর্টে নেয়া হয়।

মঙ্গলবার এই বর্ষিয়ান অভিনেতার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য নেওয়া হবে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে শহীদ মিনারে রাখা হবে তাঁর মরদেহ। বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে।

সেখানে রাষ্ট্রীয় ও সর্বসাধারণের শ্রদ্ধা শেষে পাবনায় গ্রামের বাড়িতে নেওয়া হবে তাঁর মরদেহ। সেখানে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে মাসুম আজিজকে।

মাসুম আজিজ অভিনয় ছাড়াও চিত্রনাট্যকার ও নাট্যনির্মাতা হিসেবে সুপরিচিত। তিনি মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে সমানতালে অভিনয় করেছেন।

অভিনয়ের স্বীকৃতি হিসেবে মাসুম আজিজ ২০০৬ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ২০২২ সালে একুশে পদক পেয়েছেন।

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com