ফরিদপুরের নগরকান্দা উপজেলায় যৌথবাহিনীর অভিযানে একটি আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ সময় নারী-পুরুষ মিলিয়ে মোট ১৮ জনকে আটক করা হয়।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভোররাতে নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের শাকপালদিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের পর বৃহস্পতিবার সকালে আটককৃতদের উদ্ধারকৃত মালামালসহ নগরকান্দা থানায় হস্তান্তর করা হয়।
যৌথবাহিনী সূত্রে জানা গেছে, ওই এলাকায় একটি সংঘবদ্ধ সন্ত্রাসী ও মাদক চক্র মাদক বিক্রি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিনষ্টের উদ্দেশ্যে অস্ত্রসহ অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
অভিযানকালে একটি সিঙ্গেল ব্যারেল পাইপগান, ১২ গেজের কার্তুজ, ১০টি ঢাল, ৭টি বর্শা, ৮টি কাস্তে, ৬টি রামদা, ৫টি ছোট ছুরি, ৪ কেজি গাঁজা এবং ১০২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ১৮ জন নারী-পুরুষকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ জানান, আইনানুগ প্রক্রিয়া শেষে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
