ঢাকা, ১ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কালিহাতীতে চাঁদা মামলার পরও ভুক্তভোগী পরিবারকে হুমকির অভিযোগ

অপরাধ | আতিফ রাসেল |জেলা প্রতিনিধি|টাঙ্গাইল

(৫ দিন আগে) ২৬ জানুয়ারি ২০২৬, সোমবার, ৭:৫৩ অপরাহ্ন

banglahour

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হায়াতপুর গ্রামে চাঁদা দাবিতে আদালতে মামলা দায়েরের পরও ভুক্তভোগী পরিবারকে নানাভাবে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্তদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, ভয়ভীতি, চুরি ও হয়রানির অভিযোগ তুলে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন পরিবারটির সদস্যরা।

ভুক্তভোগী মো. রনি খান উপজেলার হায়াতপুর গ্রামের মো. ফদির খানের ছেলে। অভিযোগে অভিযুক্ত করা হয়েছে একই উপজেলার খাঁপাড়া গ্রামের মো. বাকি খানের ছেলে মো. শরিফ খাঁ ও তার সহযোগী স্বাধীন খাঁকে।

ভুক্তভোগী পরিবার জানায়, চাঁদা দাবি ও হুমকির ঘটনায় তারা আদালতে একটি মামলা দায়ের করেছেন। মামলার এজাহার অনুযায়ী, অভিযুক্তরা আগে ভয় দেখিয়ে তাদের কাছ থেকে ৫০ হাজার টাকা আদায় করেন। পরে আরও ৫ লাখ টাকা চাঁদা দাবি করে নিয়মিত হুমকি দিতে থাকেন।

পরিবারের অভিযোগ, পুরোনো শত্রুতার জেরে শরিফ খাঁ ও তার সহযোগী দীর্ঘদিন ধরে রনি খান ও তার পরিবারের সদস্যদের নানাভাবে হয়রানি করে আসছেন। বাড়িতে কেউ না থাকার সুযোগে ফলজ গাছসহ বিভিন্ন গাছপালা কেটে ফেলা হয়েছে। এছাড়া পানির মোটর, টিউবওয়েলসহ মূল্যবান সামগ্রী চুরির অভিযোগও রয়েছে। মোবাইল ফোনে নিয়মিত প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি তাদের।

ভুক্তভোগী মো. রনি খান বলেন, “ফ্যাসিস্ট সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমাকে দীর্ঘদিন ভয়ভীতি দেখানো হয়েছে। এখন আবার উপদেষ্টাদের ঘনিষ্ঠতার পরিচয় দিয়ে আগের মতো চাপ সৃষ্টি করা হচ্ছে। মামলা করার পরও আমাকে ও আমার পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে।”

তিনি আরও বলেন, “বাড়িতে পুরুষ মানুষ না থাকায় গালাগালি করা হয়, ইটপাটকেল নিক্ষেপ করা হয় এবং মামলা তুলে নিতে চাপ দেওয়া হচ্ছে।”

এ বিষয়ে অভিযুক্ত মো. শরিফ খাঁর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সব অভিযোগ অস্বীকার করে বলেন, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। ঘটনার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯