
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৫ জন রেজিস্ট্রার্ড গ্রাজুয়েট সিনেট প্রতিনিধি নির্বাচন ২০২৩ অত্যন্ত উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।
সকাল ৯ টায় শুরু হয়ে বিকেল ৫ টা পর্যন্ত রেজিস্ট্রার্ড গ্রাজুয়েটদের প্রতিনিধি নির্বাচনের ভোট গ্রহণ চলবে।
আজ শনিবার (১৮ মার্চ) ঢাবির সিনেট ভবন, টি এস সি ( ছাত্র শিক্ষক কেন্দ্র), শারিরীক শিক্ষা চর্চা কেন্দ্র এবং এর আগে ঢাকার বাহিরের কেন্দ্র সহ ঢাবির মোট ৪ টি কেন্দ্রে ভোট চলছে।
রেজিস্ট্রার্ড গ্রাজুয়েটদের ২৫ জন প্রতিনিধি নির্বাচনে মোট ৬৮ জন প্রতিদ্বন্দ্বী বিভিন্ন পেনেল থেকে অংশগ্রহণ করছে। এর মধ্যে বাঙ্গালি জাতীয়তাবাদ, গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠার প্রত্যয়ে গণতান্ত্রিক ঐক্য পরিষদের ২৫ জন প্রতিনিধি। বিএনপি জাতীয় নির্বাচনের মত ঢাবির সিনেট প্রতিনিধি নির্বাচন অংশগ্রহণ করেনি। মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে টিম অপরাজেয়র ৯ জন প্রতিনিধি নির্বাচনে অংশগ্রহণ করছে।
উল্লেখ্য, যথারীতি বিকেলে ভোট গ্রহণ সম্পন্ন হলে রবিবার ১৯ মার্চ ভোট গণনার পর ফলাফল ঘোষণা করা হবে।