প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর নবম গ্রেডের দুটি পদের পরীক্ষা স্থগিত করা হয়েছে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ইনস্ট্রাক্টর (রসায়ন) পদের ৭ আগস্টের লিখিত পরীক্ষা ও ইনস্ট্রাক্টর (পদার্থ) পদের ১২ আগস্টের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অনিবার্য কারণে পরীক্ষা দুটি স্থগিত করা হয়েছে। পরীক্ষা দুটির তারিখ, কেন্দ্র ও সময় পরবর্তীকালে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট ও দৈনিক পত্রিকার মাধ্যমে জানানো হবে।