কলকাতার আরজি কর কাণ্ডের প্রভাব পড়েছে টালিউড ইন্ডাস্ট্রিতে। এরই মধ্যে নতুন সিনেমা মুক্তি থেকে পিছিয়ে এসেছেন নির্মাতা ও প্রযোজকরা। ১৫ আগস্ট মুক্তি পাওয়া সৃজিত মুখার্জির ‘পদাতিক’ এবং রাজ চক্রবর্তীর ‘বাবলি’ হয়েছে ব্যর্থ। এরপরই আরও দুটি সিনেমা মুক্তির কথা থাকলেও সেগুলোও আটকে যায়। সেপ্টেম্বরে আরও দুটি সিনেমা মুক্তির কথা রয়েছে। তবে সিনেমা দুটি যে এই সময়ে মুক্তি পাচ্ছে না, তা অনেকটাই নিশ্চিত হওয়া গেছে।
এর আগে অঞ্জন দত্ত ও অপর্ণা সেন অভিনীত ‘এই রাত তোমার আমার’ ৩০ আগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু আন্দোলনের কারণে সিনেমাটির মুক্তি স্থগিত করা হয়। সিনেমাটি পরিচালনা করেন অভিনেতা ও নির্মাতা পরমব্রত চ্যাটার্জি।
ঠিক একই কারণে মুক্তি স্থগিত করা হয় শাশ্বত চট্টোপাধ্যায়ের ‘যমালয়ে জীবন্ত ভানু’ সিনেমাটি। যেটি মুক্তি পাওয়ার কথা ছিল ৩০ আগস্ট। নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতার একজন বিনোদন সাংবাদিক কালবেলাকে বলেন, ‘এখন টালিউডের বড় একটি অংশ আন্দোলন নিয়ে ব্যস্ত সময় পার করছে। তাই নতুন সিনেমা মুক্তিতে নির্মাতা ও প্রযোজকরা সাহস পাচ্ছেন না। কারণ সিনেমা মুক্তির আগে প্রচারণাসহ বেশ কিছু কাজ থাকে। যেগুলোতে তারা এই মুহূর্তে তারকাদের পাবেন না। এ ছাড়া সিনেমা মুক্তির পরিবেশ এখন একেবারে নেই বললেই চলে। বাংলার মানুষ এখন আন্দোলনকেই গুরুত্ব দিচ্ছেন। যার ফলে টালিউড ইন্ডাস্ট্রিতে দেখা দিয়েছে নতুন সিনেমা মুক্তির সংকট। তবে আশা করা যাচ্ছে, সবকিছু স্বাভাবিক হলে আবারও হলে দর্শক ফিরবে।’ সেপ্টেম্বরে মুক্তির অপেক্ষায় রয়েছে দুটি সিনেমা। তার মধ্যে নির্মাতা অরুদীপ্ত দাশগুপ্তর ‘স্মেল’ সিনেমাটি ৬ অক্টোবর মুক্তির কথা ছিল। কিন্তু আন্দোলনের কারণে এটির মুক্তির তারিখ এরই মধ্যে পিছিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া ২০ সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তির কথা রয়েছে রণ রাজের পরিচালিত ‘পরিচয় গুপ্ত’ সিনেমাটি। এটির মুক্তির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, ইন্দ্রনীল সেনগুপ্ত ও দর্শনা বণিক।