ঢাকা, ৭ অক্টোবর ২০২৪, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

পাঁজরের হাড় ভেঙে গেছে সালমান খানের

বিনোদন | অনলাইন ডেস্ক

(৪ সপ্তাহ আগে) ৭ সেপ্টেম্বর ২০২৪, শনিবার, ৪:১৫ অপরাহ্ন

banglahour

বলিউড ভাইজান সালমান খান। বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ আছেন। এমন খবর বলিউডের একাধিক গণমাধ্যমে এসেছে। এবার জানা গেল তার অসুস্থতার কারণ। তার পাঁজরের হাড় ভেঙে গেছে। বিষয়টি সালমান নিজেই ভারতীয় গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, অসুস্থ থাকলেও ‘বিগ বস ১৮’-এর অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সালমান খান। সেখানে সালমান খান বলেন— ‘আমার পাঁজরের দুটো হাড় ভেঙে গেছে।’

সালমান বর্তমানে তার নতুন সিনেমা ‘সিকান্দার’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এনডিটিভির তথ্য অনুযায়ী, এই সিনেমার শুটিং করতে যেয়েই আঘাত পান বলিউডের ভাইজান। এরপরই আসলো তার পাঁজর ভাঙার খবর।

বর্তমানে মুম্বাইয়ে সিনেমার শুটিং চলছে। ‘সিকান্দার’ পরিচালনা করছেন এ আর মুরুগাদোস। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করছেন সালমান খান। আর তার বিপরীতে অভিনয় করছেন রাশমিকা মান্দানা। এটি প্রযোজনা করবেন সাজিদ নাদিয়াদওয়ালা।

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com