-67b2d65e46902.jpg)
ঢাকা, রোববার: দুর্নীতিমুক্ত দেশ গড়তে অঙ্গীকারবদ্ধ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি দুর্নীতির ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরেন।
প্রধান উপদেষ্টা বলেন, "আমরা যদি দুর্নীতিমুক্ত না হই তাহলে যত কথাই বলি, সবই অসার হবে।" দেশের দুর্নীতির ভয়াবহ চিত্র তুলে ধরে তিনি জানান, কাজের লোক ভুয়া চিকিৎসকের সার্টিফিকেটে চাকরি নিয়ে মধ্যপ্রাচ্যে যাচ্ছে, যা বাংলাদেশের ভাবমূর্তির জন্য লজ্জার।
সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত সফরের অভিজ্ঞতা শেয়ার করে ড. ইউনূস বলেন, "আমিরাতের শীর্ষ ব্যক্তিরা জানিয়েছেন, তারা আমাদের কোনো ডকুমেন্ট বিশ্বাস করতে পারেন না, কারণ সেখানে অনেক ভুয়া নথি পাওয়া যায়। এমনকি কাজের লোকও ভুয়া চিকিৎসকের সার্টিফিকেট নিয়ে এসেছে, যা দেখে তারা বিস্মিত।"
তিনি আরও বলেন, দুর্নীতি থেকে মুক্ত হওয়া অসম্ভব কিছু নয়, তবে এর জন্য প্রয়োজন প্রচেষ্টা ও প্রতিজ্ঞা। "দুর্নীতিমুক্ত না হয়ে যত কথাই বলি, তা সবই অর্থহীন। আমাদের দ্রুত এ সমস্যা থেকে বের হতে হবে," বলেন তিনি।
প্রধান উপদেষ্টার এই সতর্কবার্তা সরকারের দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ইঙ্গিত বহন করে। তিনি সকল নাগরিককে এ বিষয়ে সচেতন হয়ে দুর্নীতিমুক্ত সমাজ গড়ার আহ্বান জানান।